উজিরপুর উপজেলা (বরিশাল জেলা) আয়তন: ২৪৮.৩৬ বর্গ কিমি। অবস্থান: ২২°৪৩´ থেকে ২২°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৯০°০১´ থেকে ৯০°১৮´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে আগৈলঝারা ও গৌরনদী উপজেলা, দক্ষিণে বানারীপাড়া ও ঝালকাঠি সদর উপজেলা, পূর্বে বাবুগঞ্জ উপজেলা, পশ্চিমে কোটালিপাড়া ও নাজিরপুর উপজেলা।
জনসংখ্যা ২৪১৩৭৪; পুরুষ ১২২৩৫৯, মহিলা ১১৯০১৫। মুসলিম ২৮৪০৪৩, হিন্দু ৮৩৭২, খ্রিস্টান ১০, বৌদ্ধ ৪৭৩ এবং অন্যান্য ৪০।
জলাশয় উজিরপুর, কালিজিরা, হুন্দা, স্বরূপকাঠি, শিকারপুর ও বিষারকান্দি নদী উল্লেখযোগ্য।
প্রশাসন উজিরপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস