Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে উজিরপুর পৌরসভা
উজিরপুর পৌরসভা
স্থানীয় সরকার
ইতিহাস
প্রতিষ্ঠাকাল ২৬ ফেব্রুয়ারি ২০১৩
নির্বাচন
ভোটদান ব্যবস্থা এফপিটিপি
সভাস্থল
উজিরপুর পৌরসভা কার্যালয়

উজিরপুর পৌরসভাটি বরিশাল জেলার উজিরপুর উপজেলায় অবস্থিত। এ পৌরসভা বরিশাল জেলা শহর থেকে মাত্র ৩০ মিনিটের পথ। উজিরপুর পৌরসভাটি অতন্ত মনোরম পরিবেশে সন্ধা নদীর সন্নিকটে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা-যেকোন পরিবহন, বাস, রিক্সা, টেম্পু, ইজিবাইক, লঞ্চ, নৌকা ইত্যাদি যানবহনের মাধ্যমে আসা যাবে।

উজিরপুর পৌরসভা বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুর উপজেলার স্থানীয় সরকার সংস্থা। ২০১৩ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়।

ইতিহাস

২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি ৬.২৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে উজিরপুর পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ঐ বছর ৮ জানুয়ারি উজিরপুর উপজেলায় পৌরসভা স্থাপনের ঘোষণা দেয়া হয়। [৪] ফেব্রুয়ারিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় উজিরপুর উপজেলার শিকারপুর ও উজিরপুর সদর ইউনিয়নের ৮টি এবং গুঠিয়া ইউনিয়নের দুটি গ্রাম নিয়ে উজিরপুর পৌরসভা গঠন করে গেজেট প্রকাশ করে। ২২ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ১৩ সদস্যের পৌর সহায়তা (কাউন্সিলর) পরিষদ গঠন করা হয়। গেজেট প্রকাশের পর তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।